খুলনায় দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা

ডিমের বাজার দর বৃদ্ধি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করতে খুলনার ডিমের বাজারে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়।

বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর গল্লামারি এলাকায় পুতুল ডিম ঘর-কে মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার ১০ হাজার এবং মেসার্স অসমিতা এন্টারপ্রাইজ-কে মূল্য তালিকা সংরক্ষণ না করার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর মাধ্যমে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমে নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ৮:৫২
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন