খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে প্রকল্পের সুবিদাভোগীগের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬০জন সুবিধাভোগীর মাঝে এ আর্থিক অনুদান প্রদান করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় নগরীর ৩১টি ওয়ার্ডের প্রকল্পভুক্তদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে এ অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি এ খাতে বিভিন্ন দাতা সংস্থাও সহযোগিতা করছে। সহযোগিতার এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য তিনি সুবিধাভোগীদের প্রতি আহবান জানান।