খুলনায় সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে সকল সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী বৃহস্পতিবার(৯মে) সকালে খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সম্মেলকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগতদিনে বরাদ্দ এবং বিল পাস ম্যানুয়াল পদ্ধতিতে হতো। কিন্তু বতর্মান সময়ে এগুলো হয় অনলাইন সিষ্টেমের মাধ্যমে। এর ফলে সেবাগ্রহীতাদের ভোগান্তি অনেক কমে গেছে। ডিসিএ কার্যালয়ের সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব হচ্ছে। এতে করে সেবার মান উন্নত হচ্ছে, সেবাগ্রহীতারা সঠিকসময়ে সেবা পাচ্ছেন।

মুক্ত আলোচনায় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তাগণ সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিএএফও এ, কে, এম আবদুল্লাহ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলনার অব একাউন্টস প্রকৌশলী নাসিফ কবির। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ৯:২৮
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন