খুলনার সময়: খুলনা সরকারি মহিলা কলেজে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর)।
‘এসো মিলি সবে, নবান্নের উৎসবে’ এ স্লোগানে শনিবার সকাল ৯টায় খুলনা সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উৎসবে সভাপতিত্ব করবেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম জাকির হোসেন।
প্রফেসর টি.এম জাকির হোসেন বলেন, প্রাত্যহিক ব্যস্ততায় এখন আর শীত এলেই ঘরে ঘরে দেখা যায় না আগের মতো পিঠা-পুলির উৎসব। নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছে এসব স্বাদ ও আনন্দ থেকে। তাদের পিঠা-পুলির সঙ্গে পরিচয় করে দিতে এ আয়োজন। মেলায় বাহারি পিঠা-পুলির ৩৮টি স্টল থাকবে। দিনভর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
খুলনার সময়: রি/হো
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত