রিয়াদ হোসেন: রাত পোহালেই ঈদ। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবার সাথে ঈদের খুশিকে ভাগ করে নেয়ার লক্ষ্যে তালা উপজেলার অন্যতম মানবিক সংগঠন ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক শেখ সাব্বির রহমান, রিয়াদ হোসেন, সুমন হোসেন, শেখ ওয়ালিপ, শেখ ঈমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তারা।
এ বিষয়ে শেখ মেজবাহুর রহমান নাহিদ বলেন, প্রতি বছরের মত এবারও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অনেকের সহযোগিতায় আমরা এ কাজটি প্রতিবছর করে থাকি। সকলকে সাথে নিয়ে আমরা খেশরা ইউনিয়নের বিভিন্ন ভালো কাজে যুক্ত থাকতে চাই।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত