গাভা মহাশ্মশানে কালি পূজার আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

গাভা মহাশ্মশানে শ্রী শ্রী কালি পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে গাভা মহাশ্মশান কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে টানা দুইবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। হিন্দু ধর্মালম্বীদের এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানান উপস্থিত ভক্তবৃন্দ। এসময় সর্বস্তরের মানুষ সতন্ত্র প্রার্থী ‘এমপি রবি’কে ভোট দিয়ে পুনরায় এমপি হিসেবে পাবেন বলে আশাব্যক্ত করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সন্ধ্যা ৬:৪৮
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন