চবিতে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতদের মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহী বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তির মোটরসাইকেল ছাড়া বহিরাগতদের মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত অদ্য ১৩ মে থেকে কার্যকর হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের কারণে ক্যাম্পাসে নানা দুর্ঘটনা ঘটতেছে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি৷ এক্ষেত্রে আমরা কারও অনুরোধ শুনব না। তবে মোটরসাইকেল ব্যতিত কেউ চাইলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসতে পারবেন। এর আগে গত রোববার (৫ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩০টি বহিরাগত মোটরসাইকেল জব্দ করে প্রক্টরিয়াল বডি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,বিকাল ৪:৩৬
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন