চলমান প্রকল্প শেষ করতে দক্ষিণাঞ্চলের মানুষ আবারও আ.লীগকে ভোট দিবে: মাশরাফী

রিয়াদ হোসেন: নড়াইলের কালনা মধুমতি সেতু, শহরের ভিতরে চার লেনের রাস্তাসহ দেশের দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সময়কালে যে সার্বিক উন্নয়ন-অগ্রগতি হয়েছে তার জন্য এঅঞ্চলের মানুষ আবারও আ.লীগকে ভোট দিবে বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। আজ সোমবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা ও মহানগর আ. লীগ আয়োজিত মহাসমাবেশে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বয়ষ্ক ভাতা, বিধবা ভাতার কার্ডসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এগুলো শেষ করতে আগামী নির্বাচনে সাধারন মানুষ আ.লীগের নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

খুলনার এ মহাসমাবেশে সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৩:০১
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন