ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লায় জালভোট দেওয়ায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন, ওবায়দুল হাসান রাসেল (৪০) ও মো. শান্ত (২৫)। বুধবার (২৯ মে) দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নে গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত ওবায়দুল হাসান রাসেল উত্তর গুনাইঘর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেন, গুনাইঘর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়। বিকেলে তাদেরকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে একই উপজেলার ধামতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে ১১টায় আনারস প্রতীকে জালভোট দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনকে আটক করে। পরে বিকেল ৪টার পর ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ায় একটি কেন্দ্রের দুই প্রার্থীর চার এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জালভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে চার এজেন্টকে হাতেনাতে ধরি। পরে তাদের ৪ দিন করে কারাদণ্ড দিয়েছি।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত