স্টাফ রিপোর্টার: জুম্মার নামাজে মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেছেন আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। শুক্রবার (২৬ এপ্রিল) শহরের পলাশপোল আতিয়া জামে মসজিদে জুম্মা নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চান তিনি।
উপস্থিত মুসল্লীদের সাথে মতবিনিময় কালে মশিউর রহমান বাবু বলেন, আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব ভালো কাজ করা যেটাতে আল্লাহ্ সন্তুষ্ট থাকেন, সেটাই হলো ইবাদত। এবং, পৃথিবীতে আল্লাহ্ আমাদেরকে পাঠিয়েছেন শুধু তাঁরই ইবাদত করবার জন্য। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমার দ্বারা দল মত নির্বিশেষে কেউ কখনো অত্যাচারিত বা জুলুমের শিকার হবেন না এবং যাঁরা এতোদিন ন্যায়বিচার পাননি তাঁরা ন্যায়বিচার পাবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, অবসরপ্রাপ্ত বিজিবি সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, সাহেব আলী, খোকন প্রমুখ।