অক্টোবরে ঝড় ও নিম্নচাপের আশংকা

অক্টোবরে ঝড় ও নিম্নচাপের আশংকা

খুলনার সময়: অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দু’টি নিম্নচাপ হতে পারে এবং তারমধ্যে থেকে যেকোনো একটি ঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে জানা গেছে। বাংলাদেশে প্রতি বছরই অক্টোবরে বঙ্গোপসাগরে কমপক্ষে দু’টি নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। কোনো বছরে এ মাসে একটি ঝড় হয় আবার কোনো বছরে সমুদ্রে ঝড় সৃষ্টি হলেও উপকূলে উঠার আগেই শক্তি হারিয়ে পানিতেই দুর্বল হয়ে পড়ে। তবে নিম্নচাপ দু’টি হয়েই থাকে। আবহাওয়াবিদরা বলছেন, জুন থেকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা শোষণ করতে থাকে এবং অক্টোবরে যখন দক্ষিণ-পশ্চিম মৌসুমি নি:শেষ হয়ে যায়; ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তখনই আন্দামান সাগরের কাছাকাছি বঙ্গোপসাগরীয় এলাকার পানিতে ঘূর্ণাবর্ত শুরু হয়। সেখান থেকেই নিম্নচাপ সৃষ্টি হয় এবং তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে অক্টোবরের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। তবে বৃষ্টিপাত একেবারেই বন্ধ হবে না। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পরিবর্তে পশ্চিমা বায়ু এসে পূবালি বায়ুর সাথে মিশে যাবে এবং এই দুই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পটুকু থাকবে তা ঝড়িয়ে যাবে দেশের বিভিন্ন স্থানে।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৫:১৯
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন