এরিক টেন হ্যাগের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২ সালে তিন বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এই ডাচ কোচ। এবার সেই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এই খবরের পরে এরিক টেন হ্যাগ বলেছেন, ‘একত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য ক্লাবের সঙ্গে চুক্তিতে পৌঁছে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখতে পাবেন, আমরা দুটি ট্রফিতে গর্বের সঙ্গে তুলতে পেরেছি। এ ছাড়া আমি যখন যোগদান করি তখন আমরা যেখানে ছিলাম সেখান থেকে অগ্রগতির অনেক উদাহরণ তৈরি হয়েছে।’ ‘তবে আমাদের এটাও পরিষ্কার হতে হবে যে, ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কাক্সিক্ষত স্থানে পৌঁছতে এখনো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ইংলিশ ও ইউরোপীয় শিরোপাগুলো পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্লাবের সঙ্গে আলোচনায় বসে সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা একই মতামত দিয়েছি এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে মিল পাওয়া গেছে। আমরা সবাই এবার একসঙ্গে সেই যাত্রায় পা বাড়াতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি’, বলেও জানান টেন হ্যাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের স্পোর্টিং ডিরেক্টর ড্যান অ্যাশওয়ার্থ বলেছেন, ‘গত দুই মৌসুমে এরিক অনেকটাই সফল হয়েছেন। তিনি দুটি ট্রফি নিয়ে ইউরোপীয় ফুটবলে ধারাবাহিকভাবে সফল কোচদের একজন হিসেবে নাম লিখিয়েছেন। তার রেকর্ডকে আরো শক্তিশালী করতে তিনি সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। এ ছাড়া খেলোয়াড় এবং কর্মীরা মিলে এই দলটি ইতিমধ্যেই এমন স্তরে নিয়ে গেছে যে, যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে সক্ষম। এখন এটিকে আমাদের আরও ধারাবাহিকভাবে করতে হবে।’ অ্যাশওয়ার্থ আরও বলেছেন, ‘আমাদের শক্তিশালী ফুটবল নেতৃত্বের সঙ্গে এরিক যেভাবে হাত মিলিয়েছেন তাতে ভালো কিছুই অপেক্ষা করছে।’ সদ্য শেষ হওয়া মৌসুমে ৮ নম্বর জায়গায় থেকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলা শেষ করেছে। তার আগের মৌসুমে ছিল তৃতীয় স্থানে। ফলে এমন পতনের পরে টেন হ্যাগকে ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সে পথে না হেঁটে চুক্তি বাড়ানোর জন্য কাজ করল ক্লাবটি।