‘নারী তুমি অর্ধেক আকাশ। ঈশ্বরের ছায়া তুমি… তোমারই স্নেহ সুধায় পৃথিবীর বুকে সৃজন হয় জীবনের…’, নারীর সাহচর্যেই সুন্দর সংসার, পুরুষের জীবন মধুময়- এ কথা অনেকেই বলে থাকেন। তা সংসারের অন্যান্য ক্ষেত্রেও যেন খেটে যায়। তুমি স্বপ্ন দেখ, পাশে আছি… দিনের শেষে হাত শক্ত করে ধরে এই শব্দগুলো বলার মানুষ যাদের কাছে রয়েছে, তারাই জানেন সঙ্গীর সাহচর্য কতটা গুরুত্বপূর্ণ? বলা হয়, প্রতিটা সফল পুরুষের নেপথ্যেই নারীর হাত থাকে। এবার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলারেও রাজকুমার-জাহ্নবীর এমন দাম্পত্য রসায়ণ দেখা গেল ক্রিকেটের ২২ গজেই শুরু হয় রাজকুমার-জাহ্নবীর প্রেমকাহিনি। তবে এক্ষেত্রে স্ত্রীর মাধ্যমে নিজের স্বপ্নপূরণের চেষ্টায় রাজকুমার। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। ট্রেলারে দু’জনেরই ক্রিকেটার হওয়ার স্বপ্নের উড়ান ঝলক মিলল। সেই সূত্রেই ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘মাহি’ আবার ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাকনাম। এই সিনেমার সঙ্গে তার কোনো যোগসূত্র থাকার সম্ভাবনাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রেলার সেই জল্পনা আরও উসকে দিল।
রোববার প্রকাশ্যে এল ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার। দুজনেরই নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। সেই মাহি জুটির জন্মছক থেকে অপূর্ণ স্বপ্নও এক। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে রাজকুমারেরও অপূর্ণ ইচ্ছে চাগাড় দিয়ে ওঠে। শেষমেষ কি ইচ্ছে পূরণে সফল হতে পারবে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’? বাকিটা জানা যাবে চলতি বছরের ৩১ মে। ক্রিকেটের বাইশ গজে দুই তারকার অনস্ক্রিন প্রেমের নেপথ্যে প্রযোজক করণ জোহর। তার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন। তাকেই এই ভিন্ন স্বাদের ছবির দায়িত্ব দিয়েছেন করণ।এর আগে হরর কমেডি ছবি ‘রুহি’তে একসঙ্গে অভিনয় করেন রাজকুমার ও জাহ্নবী। সে ছবির প্রযোজক ছিলেন দীনেশ ভিজান। এবার ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্পে একসঙ্গে দেখা যাবে দু’জনকে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত