ঢাকায় আসছেন জিৎ

ঢাকায় আসছেন জিৎ

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত আসন্ন সিনেমা ‘মানুষ’। এটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এ বিষয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘মানুষ’ সিনেমাটি ভারতের সঙ্গে এক দিনই মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হয়ত হবে না। যতদূর জানি, জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই সিনেমাটি বাংলাদেশেও এক দিনে মুক্তির চেষ্টা করছেন।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘মানুষ’ ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তির দেব আমরা। মন্ত্রণালয়ে আবেদন করছি। অনুমতি পেলেই ভারতের সঙ্গে ২৪ নভেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে মানুষ। এর আগে সিনেমার প্রচারের জন্য ঢাকায় আসবেন জিৎ। সিনেমাটিতে জিতের সঙ্গে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জিতু কমল ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সন্ধ্যা ৭:১৬
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন