তালায় ট্রাকের ধাক্কায় চায়ের দোকানদার নিহত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার ট্রাকের ধাক্কায় এক চায়ের দোকানদার নিহত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মদনপুর বাজারে আজ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত চায়ের দোকানদার উপজেলার লাউতাড়া গ্রামের সন্তোষ পরামানিকের ছেলে বিপ্লব পরামানিক (৪০)।

স্থানীয়রা জানান, নিহত বিপ্লব পরামানিক নিজের চায়ের দোকানের জন্য পার্শ্ববর্তী একটি টিউবওয়েলে যান পানি আনতে। পানি নিয়ে ফেরার পথে (ঢাকা মেট্রো-ড ১২২০৫০) একটি কাঁচামালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ট্রাকের ড্রাইভার এবং ট্রাকটি আটক করে আমাদের হেফাজতে দিয়েছে।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,বিকাল ৩:০৮
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন