পরিতোষ কুমার বৈদ্য: দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ড-ইন) প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইমাম হাসান, গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়'।’
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মো. আবুল হাশেম মিয়া।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত