দেবহাটায় ১৫শ পরিবারে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের রমজানের উপহার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার সেকেন্দ্রায় অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীতে পবিত্র রমজান উপলক্ষে ১৫শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দেবহাটা উপজেলা শাখা ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে এ উপহার সামগ্রী বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, হাসান গ্রুপের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমীর পরিচালক কবির হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন হাসান ইম্পেক্স লিমিটেডের একাউন্ট ইনচার্জ কুতুব উদ্দীন, ম্যানেজার মিজানুর রহমান, হাসান এজেন্সি প্রাইভেট লিমিটেডের ইনচার্জ আজহার মাহমুদ ও ১৫শ গরিব, অসহায় পরিবারের সদস্যরা।
উক্ত প্যাকেজে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ২ কেজি সেমাই, ২ প্যাক লাচ্চা, ১ প্যাক নুডুলস প্রদান করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৯:২৪
  • ৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৩ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন