দেবহাটা মডেল মসজিদে উপজেলা আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটার পরিবর্তে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্ল্যা, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শ্রমবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রবিউল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিগন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ সাইফুদ্দিন ইয়াহিয়া।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,বিকাল ৫:৫৫
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন