পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরার চেহারা পাল্টে দেবো

সাতক্ষীরা ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ ও সুন্দর ভোট হবে। নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমি অতীতে আপনাদের সুখে-দু:খে পাশে ছিলাম। আমার নির্বাচনী এলাকার ভোটাররা ঈগলে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করলে উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরার চেহারা পাল্টে দেবো। গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় সাতক্ষীরা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ এসব কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আখড়াখোলা বাজার, রায়পুর বাজার, ভগবেনী পাড়া, আমতলা বাসাবাটি, ভাটপাড়া, ঘরচালাসহ বল্লী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পথ সভায় এমপি রবি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন। এমপি আরো রবি বলেন, ‘দেশের শান্তি ও উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত ১০ বছরে এই এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। হয়তো আপনাদের সকল চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করতে পারিনি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি অবশ্যই আপনাদের বাকি চাওয়া পাওয়া পুরণ করবো ইনশাআল্লাহ। পথ সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, যুব নেতা মীর মহিতুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ ও বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক, সাধারণ জনগণ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,দুপুর ২:৫১
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন