পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কোমলমতি শিশুদের পুরস্কৃত করলো প্রতিভা প্রি ক্যাডেট স্কুল কর্তৃপক্ষ। পুরস্কার পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী ল্যাবরেটরি হাই স্কুলের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শফিক সরদার। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, শারমিন স্মৃতি, মোঃ মেহেদী হাসান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আনিছুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তাহমিনা খাতুন, আছমা আক্তার, কবীর হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত তিনটি সেশনের মধ্যে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত