প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রবেশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) এর বৈঠকে বসছেন। শপথ নেওয়ার পর প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই অংশ হিসেবে এ সাক্ষাৎ বলে জানানো হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, শপথ নেওয়ার পর প্রধান বিচারপতির সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও এমন সাক্ষাতের সময়সূচি রয়েছে।