প্রাইড ফাউন্ডেশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারস্থ প্রাইড ফাউন্ডেশনের আয়োজনে সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার হলরুমে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সোমবার বাদ মাগরিব আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাইড ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইব্রাহিম খলীল, এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আব্দুর রহমান, রেঁনেসা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে মুসলিম উন্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার হাফেজ মোঃ মাছুম বিল্লাহ। এসময় প্রাইড ফাউন্ডেশনের অঙ্গ সহযোগি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ১২:০৯
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন