তাসনিয়া ফারিণ- মাত্র কয়েক বছরের ক্যারিয়ার। খুব অল্প সময়েই মেধা-দক্ষতা দিয়ে ছোটপর্দায় নিজেকে প্রথম সারির মডেল-অভিনেত্রীর কাতারে নিয়ে গেছেন। বিচরণ করছেন শোবিজের প্রায় সব শাখায়। অভিনয়ের পাশাপাশি এবার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙ্গে রঙ্গে রঙিন’ শিরোনামের একটি গান গেয়ে নতুন করে আলোচনার শীর্ষে চলে আসেন তরুণ এই অভিনেত্রী। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ফাতিমা’। মুক্তির আগে কিছুদিন আগে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে। এই সিনেমা ও অন্যান্য বিষয়ে তিনি কথা বলেছেন দৈনিক বাংলার সাথে।
প্রতিটি কাজই এনজয় করি : আমি প্রতিটি কাজেই অনেক এনজয় করি। যখন কোনো কাজ করতে থাকি, তখন শুটিংয়ের মধ্যেই মনে হয় যে এটাই আমার লক্ষ্য-উদ্দেশ্য। আসলে এটাই আমার জীবনের লক্ষ্য, এ কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি এবং দিনশেষে অবশ্যই কাজের ফলাফলটা গুরুত্বপূর্ণ। যখন একটা কাজ দর্শকের ভালো লাগে, তখন অবশ্যই আমার ভালো লাগে। কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। মনে করি এই কাজটাই আমার শেষ কাজ, এরপর মানুষ আমাকে আবার প্রথম কাজ হিসেবেই দেখবে, আগের কাজ মানুষ মনে রাখবে না। তাই প্রাপ্তির আনন্দটা সবসময় কম উপভোগ করি কিন্তু প্রত্যাশাটা সবসময় অনেক বেশি থাকে।
ঈদের ব্যস্ততা : ঈদের কিছু কাজ শেষ করেছি, সামনে আরও কাজ করব। তবে কী কী কাজ করছি তা এখনই বলতে পারছি না। ঈদের আগে এগুলো জানানো হবে। অন্যদিকে ঈদের পরপরই নতুন কাজ নিয়ে হাজির হচ্ছি ওটিটিতে। দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। দর্শকদের ভালোবাসায় অভিনয়ের পাশাপাশি গান চালিয়ে যেতে চাই। পরিকল্পনা অনুযায়ী গান নিয়ে কাজ করছি। তবে ঈদের জন্য নয়। ঈদের বেশ পর নতুন গান প্রকাশ পাবে। গানটি নিয়ে এখনই বিস্তারিত বলা যাবে না।