ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএল কলেজ ছাত্রলীগের পদযাত্রা

রিয়াদ হোসেন: চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে খুলনার সরকারি বিএল কলেজ শাখা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) সকাল কলেজের শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দৌলতপুর পিরামিড চত্বরে এসে তারা বক্তব্য রাখেন।

এসময় বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক শেখ নিশাত ফেরদৌস অনি’র নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএল কলেজ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

রাকিব মোড়ল বলেন, ফিলিস্তিনের শিশু ও নারী-পুরুষের প্রতি যে নির্মম নির্যাতন ও গণহত্যা চালানো হচ্ছে, আমরা এর প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। এসময় তিনি ফিলিস্তিনিদের প্রতি জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,সন্ধ্যা ৬:৩০
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন