সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালের গেইটের সামনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্রমিক নেতা ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। এরআগে সাতক্ষীরা শহরের নারকেলতা মোড়ে এক চা দোকানিকে সরিয়ে দিয়ে সরকারি জায়গা দখল করে লাঙ্গলের নির্বাচনী অফিস নির্মাণের অভিযোগ ওঠে। এছাড়াও সাতক্ষীরা সদর ২ আসনে লাঙ্গলের প্রার্থীর পোস্টার মারা হয়েছে আম প্রতিক ও ঈগল প্রতিকের ব্যানার ঢেকে। নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রার্থীদের এমন তথ্য দেখা মিলেছে। হামলা ছাড়াও তারা রাস্তা বন্ধ করে নির্বাচনী সভা-সমাবেশ, কোথাও সড়কের ওপরে নির্বাচনী অফিস, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে পোস্টার লাগিয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত