বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

সাতক্ষীরার শ্যামনগরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর চালতেতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম শাহিনুর রহমান (৩৬)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। আহত মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক শাহিনুর রহমান ভাড়ার চুক্তিতে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলাধীন কালীগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর চালতেতলা এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী ফুলঝুড়ি পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালকের হেলপারকে আটকের চেষ্টা চলছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,বিকাল ৪:৫৮
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন