বিএল কলেজের অর্থনীতি বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

‌রিয়াদ হোসেন: খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় বিভাগের মিলনায়তনে অর্থনীতি বিভাগীয় প্রধান প্রফেসর মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক খন্দকার মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক জি. এম হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক ড. মিলি আম্বিয়া, সহকারী অধ্যাপক আবু  মোহাম্মদ ফাহিয়ান, সহকারী অধ্যাপক ওয়াসিম পারভেজ, প্রভাষক এস. এ. এফ. তানভীর আহম্মদ আহমেদ, প্রভাষক রিপন বিশ্বাস ও অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এসময় প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, ক্লাসে অবশ্যই শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। একটি নির্দিষ্ট উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এজন্য ক্লাসমুখী হতে হবে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। কলেজ ক্যাম্পাসের বাইরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। সেসব জায়গায় গিয়ে শিক্ষার্থীদের হতাশ না হতে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় অর্থনীতি বিভাগ। পাশাপাশি তাদেরকে অনান্য শিক্ষাবর্ষের বড় ভাই-বোনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১১:৩৬
  • ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন