সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে বিজয় কর্মসূচী শুরু করে। পরে শহিদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া, একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। পরে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত