বিশ্বকাপের প্রাইজমানি কত?

বিশ্বকাপের প্রাইজমানি

ভারতে আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলোকে। শুক্রবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আগামী আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। ফাইনালে পরাজিত দল পাবে অর্ধেক, ২০ লাখ মার্কিন ডলার। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। খালি হাতে ফিরবে না কোনো দল। নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার করে। আর গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য পকেটে ঢুকবে ৪০ হাজার মার্কিন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লাখ মার্কিন ডলার করে। আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ১:৩৭
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন