বিসিবি কোচ হলেন সাবেক তিন ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন প্রোগ্রামে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার। বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ পেয়েছেন রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। তিন মাসের চুক্তিতে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হয়েছেন রাজিন। আগামী ১৪ জুলাই এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরও করবেন তিনি। পারিবারিক ব্যস্ততা ও ঘরোয়া টুর্নামেন্টের কারণে বিসিবির সঙ্গে লম্বা সময়ের জন্য যুক্ত হতে পারেননি রাজিন সালেহ। বোর্ড থেকে সেরকম প্রস্তাব থাকলেও খণ্ডকালীন মেয়াদে কাজ করবেন তিনি। নিয়োগ পাওয়া তুষার ইমরানও ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করবেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাজ থাকবে টাইগার্স প্রোগ্রাম ঘিরে। তিন বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন তিনি। আর পেস বোলিং কোচ তারেক আজিজকেও একই মেয়াদে বোর্ডের সঙ্গে যুক্ত করেছে বিসিবি। এ ছাড়াও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরিকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ১০:১০
  • ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন