নিজস্ব প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য প্রভাষক এম. সুশান্ত বিনেরপোতা মহাশ্মশান কমিটির সাথে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের আমতলা মোড়, তালতলা মোড়, গোপিনাথপুর, বিনেরপোতা বাজার এবং বিনেরপোতা মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে মতবিনিময় ও নির্বাচনী প্রচারের লিফলেট বিতরণ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম. সুশান্ত। রাতে বিনেরপোতা মহাশ্মশান কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক প্রভাষক এম. সুশান্ত। এসময় তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সমর্থন প্রার্থনা করেন। লাবসা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিনেরপোতা মহাশ্মশান কমিটির সহ- সভাপতি ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিনেরপোতা মহাশ্মশান কমিটির উপদেষ্টা অজিত কুমার রাজবংশী, বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মীম সাইফুল ইসলাম, রবীন্দ্রনাথ ব্যানার্জী, পার্থ সারথী সেন, অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, অধ্যক্ষ মো. জহিরুল, অধ্যক্ষ পাল সুভাশীষ, অধ্যাপক তপন শীল, প্রভাষক সুকুমার, প্রদীপ মন্ডল, শ্যামল সরকার, মৃত্যুঞ্জয়, অমিত ঘোষ, অরবিন্দু কর্মকার, খন্দকার আনিছুর রহমান, অধ্যাপক কমলেশ মন্ডল, স্বপন কুমারসহ বিনেরপোতা মহাশ্মশান কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত