ভারতের কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদল হচ্ছে ভারতের জাতীয় দলের কোচ! ক্রমশ জোরালো হচ্ছে সেই সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে- কেন? কারণ সুযোগ থাকার পরও এ পদের জন্য আর আগ্রহী নন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ফলে দেশটির বেশকিছু গণমাধ্যমের দাবি, নতুন কোচ পেতে যাচ্ছেন রোহিত-কোহলিরা। সম্ভাবনা রয়েছে বিদেশি কোচেরও। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, জাতীয় দলের কোচের পদের জন্য আর আবেদন করতে চাইছেন না রাহুল দ্রাবিড়।

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর শেষ হয় তার চুক্তির মেয়াদ। সেই সময়ই জাতীয় দলের দায়িত্ব নিতে অনাগ্রহের কথা বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে চলতি বছর জুন পর্যন্ত বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। কয়েকদিন আগে গণমাধ্যমে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানান, ‘ভারতীয় জাতীয় দলের কোচের জন্য আবেদনপত্র আহবান করা হবে। চাইলে আবারও আবেদন করতে পারবেন দ্রাবিড়।’

এবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে বিদেশিদের আবেদন করার সুযোগ রাখা হবে বলে জানিয়েছিলেন জয় শাহ। ফলে ধারণা করা হচ্ছে, দেশি নয়, পুনরায় বিদেশি কোচের দিকে ঝুঁকতে পারে বিসিসিআই। এ বিষয়ে বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, ‘আমরা এখনই বলছি না, নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।’ শেষবার ভারতীয় দলের বিদেশি কোচ ছিলেন জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার। তার অধীনে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছিল ভারত। এরপর থেকে রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়েরা সামলাচ্ছেন জাতীয় দলের কোচের দায়িত্ব। এখন দেখার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত-কোহলিদের কোচ হওয়ার জন্য কারা আবেদন করেন!

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৯:৪১
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন