ভালুকায় ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরির একাধিক ঘটনায় চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২৪ মার্চ) সকালে সাংবাদিকদের এই তথ্য জানায় থানা পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু ও ইব্রাহিম নামে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নুর কাশেম, এসআই মঞ্জুরুল, এএসআই রিপন এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে গ্রেপ্তারকৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে বলে জানান তিনি।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত