ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবে সাংবাদিকরা

ইসি

জাতীয় ডেস্ক: নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের সময় শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকেই সাংবাদিকরা এর বিরুদ্ধে ক্ষোভ জানায়। এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,রাত ১:৪৬
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন