মসলার গুদাম সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে মসলা বাজারজাত ও মজুত মসলার বস্তার মধ্যে পোকার অস্তিত্ব পাওয়ার অভিযোগে মিলন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মসলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মসলা আমদানি করে দেশীয় ব্রান্ড মাহিন ও ভারতীয় ব্রান্ড মহারাজ ও সাত্তাজের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল।
তিনি বলেন, আমদানি করা মসলার বস্তার গায়ে ও পণ্যের মোড়কে কোনো মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মসলার বস্তার মধ্যেও পোকার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ১১:২৯
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন