অনলাইন ডেস্ক: মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ বাংলাদেশের ২৯ নাগরিক দেশে ফিরবেন। মিয়ানমারের মংডু শহরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে তার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে যাবেন। সেখানে দুই পক্ষের আলোচনার পর মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষ হওয়া এই ২৯ নাগরিককে ফিরিয়ে আনা হবে। তারা মিয়ানমার থেকে ফিরার পর ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত