কয়রা প্রতিনিধি: খুলনার সুন্দরবন উপকূলের কয়রা উপজেলার দরিদ্র মানুষের জন্য কয়রা সাংবাদিক ফোরামের ফ্রি চিকিৎসা সেবা প্রজেক্টের মাধ্যমে উপজেলার চারটি ওয়ার্ডের এগার শতাধিক মানুষ কে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দিনব্যাপী বাগালী ইউনিয়নের ইসলামপুর মোড়ে এক্সট্রিম গ্রুপ ও কয়রা ডায়াবেটিস সেন্টারের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এসময় উপস্থিত ছিল কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু, মেডিকেল ক্যাম্পের ইনচার্জ মো. আশরাফ আলী, সাংবাদিক মিনহাজ দিপু, আবির হোসেন, জিয়াউর হাসান জিল্লুর, মো. আসিফ প্রমুখ।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত