চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসাবুল মল্লিক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর আশরাফুল ইসলামের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসাবুল আলমডাঙ্গা উপজেলার মোটরসাইকেল হাট থেকে মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় উজিরপুরে এক চায়ের দোকানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। শুনেছি মোটরসাইকেল কিনে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত