দলীয় নেতাকর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের মতবিনিময়

শেখ ইয়াসির আরাফাত: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আমি বিগত তিনবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ১৫ বছর ধরে আশাশুনি উপজেলার সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। জনগণের কথা ভেবে ও তাদের ইচ্ছায় আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করছি। এসময় তিনি চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করার ঘোষণা দেন। মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইনসহ জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলার ১১ ইউনিয়নের দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো এবিএম মোস্তাকিমকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সন্ধ্যা ৬:৫১
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন