ঢাকাই নায়ক শাকিব খানের সঙ্গে নিজের চমৎকার সব স্মৃতি সামনে আনলেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি। সম্প্রতি কালবেলার বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে শাকিবের সঙ্গে নিজের কাজের বিষয়ে অতীতের কিছু স্মৃতি ব্যক্ত করেছেন নায়িকা। জানিয়েছেন, তাকে নায়িকা হিসেবে চেয়েছিলেন শাকিব খানই।
২০০৩ সালে মুক্তি পায় ‘হিংসা প্রতিহিংসা’ নামে একটি বাংলা সিনেমা। এই ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধেন রত্না। সিনেমার পেছনের গল্প টেনে নায়িকা বলেন, সমসাময়িক নায়িকাদের সঙ্গে যখন তার (শাকিব খান) পরিচয় হয়নি, তখন তিনি ভালো কোনো সিনেমায় আমাকে রিকমান্ড করতেন। ‘হিংসা প্রতিহিংসা’ সিনেমায় আমি কাজ করেছি। শাকিব আমাকে রিকমান্ড করেছিল। বলেছিল, এখানে রত্নাকে নিন। শাকিব আমাকে বলেছিল—তুমি এটার শিডিউল দিয়ে দাও, আমরা একসঙ্গে কাজ করি। আমরা করেছিলাম।