রসুলপুর পশ্চিমপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়ায় করিমের মোড় থেকে সাবেক পেশকার আব্দুল খালেকের বাড়ির সামনে পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ১০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, নকশাকার মামুন-অর-রশিদ, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার মোস্তফা কামাল, সাবেক পেশকার মো. আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মশিউর রহমান, মো. কামরুজ্জামান, আলমগীর হোসেন, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও রাবেয়া পারভীনসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং জলাবদ্ধতা নিরসনে উক্ত এলাকায় একটি ড্রেন নির্মাণেরও দাবী জানান।