রোবটিকসে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা

স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের নারীরা। বিশ্ব বিজ্ঞান, পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছেন তারা। গত ১৯ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশ নিয়ে রোবোটিকস ক্যাটাগরি থেকে স্বর্ণপদক জিতেছে নারীরা। দলটিতে মোট ৫ জন সদস্য ছিলেন। স্বর্ণপদক জয়ী পাঁচ নারী হলেন- জান্নাতুল ফেরদৌস ফাবিন (টিম লিডার), নুসরাত জাহান সিনহা (টিম ম্যানেজমেন্ট), নুসরাত জাহান নওরিন (হার্ডওয়্যার), সানিয়া ইসলাম সারা (সফটওয়্যার) এবং তাহিয়া রহমান (প্রজেক্ট ম্যানেজার)।

তাদের কোড ব্ল্যাক নামে একটি দল রয়েছে। কোড ব্ল্যাক ২০২১ সালে যাত্রা শুরু করে। এরপর থেকেই তারা বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। স্বর্ণপদক জয়ী এই দলের অন্যতম সদস্য নুসরাত জাহান সিনহা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজ আমরা সবার ধারণা পরিবর্তন করে দিয়েছি। নারীরা সব সেক্টরে পারে। কোড ব্ল্যাক স্টেম সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে চায়।’ তিনি আরও বলেন, ‘রোবোটিকসেও মেয়েরা কাজ করতে পারে এটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই স্বর্ণপদক আমাদের সেই বিষয়ে একটি স্বীকৃতি দিয়েছে।’

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,বিকাল ৫:৩৬
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন