সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর ৬ষ্ঠ তম শাখার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮টায় বর্ণিল আয়োজনে ফিতা কেটে শহরের ভূমি অফিস সংলগ্ন তুফান কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠান লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর ৬ষ্ঠ তম শাখার উদ্বোধন করা হয়েছে। তুফান কোম্পানী লি. এর পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কামাল তমাল’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি এ্যাড. স.ম সালাউদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান খোকন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, মুফতী মাহমুদুল হাসানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের পেশ ইমাম মুফতী ইয়াছিন আলম খান।লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর ৬ষ্ঠ তম শাখায় পাওয়া যাবে জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য মিষ্টি, দই, কেক, পেস্ট্রি ও বেকারী সামগ্রী।