দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের বিশাল টার্গেটে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে খেলা বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ফেলেছে ২ বলে। ইয়ানসেন বলে উইকেটের পেছনে প্রোটিয়া তারকা ক্লাসেনের হাতে ধরা পড়ে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। এতে হ্যাটট্রিকের শঙ্কা সামনে দাঁড়িয়ে যায়! সেটি অবশ্য হয়নি। তবে তামিম ও শান্তর পথ ধরেন সাকিবও।
সপ্তম ওভারে মার্কো ইয়ানসেনের প্রথম শর্ট বলে কট বিহাইন্ড হয়ে যান তানজিদ। স্কোরবোর্ডে ৩০ রান। তানজিদ আউট হয়েছেন ১৭ বলে ১২ রান করে। এরপর ব্যাট হাতে নেমে ঠিক পরের বলেই আউট নাজমুলও। ইয়ানসেনের ডাউন দ্য লেগের বলে ফ্লিক করতে গিয়েছিলেন নাজমুল। উইকেটের পেছনে ক্লাসেনের হাতে ধরা পড়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে। ম্যাচে লিটনের সঙ্গী মুশফিক।