সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আরিয়ান সাদিক মাহি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভুরুলিয়া গ্রামে এ ঘটে। মৃত শিশু আরিয়ান সাদিক মাহি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের মো. মামুন হোসেনের ছেলে।
মৃতের পরিবার সুত্র জানা যায়, শিশু মাহিকে বাড়ির উঠানে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিল তার মা। এসময় পরিবারের অন্য সদস্যরা কেউ বাড়িতে না থাকার সুযোগে পাশের পুকুরের মধ্যে পড়ে যায় শিশু মাহি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা।
তৎক্ষণাত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের সম্মতি দেয়া হয়েছে।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত