সদরের বকচরা ও বাঁকালে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মশিউর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় সদর উপজেলার বকচরা মববুলের মোড়ে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী ( মিন্টু চৌধুরীর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল। এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, আগরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আসাদুল হক,৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি আব্দুল বারী। এসময় জাতীয় পার্টিসহ এলাকার বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। এসময় লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হতে পারলে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মানুষের ভালবাসা নিয়েই আমি বেচে থাকতে চাই। আমি যখন থাকবো না পরবর্তী প্রজন্ম জানবে আমি সততার সহিত দায়িত্ব পালন করেছি। সেই দৃষ্টান্ত নির্বাচিত হতে পারলে আমি রেখে যাবো। তাই আসুন দূর্ণীতি মুক্ত উপজেলা গড়তে লাঙ্গল প্রতীকে ভোট দিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আগরদাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুল হক ও রুবেল হোসেন। পরে রাত ৯ টায় বাকাল নব উদয়ন সংঘের উদ্যোগে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকাল নব উদয়ন সংঘের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মো. আশরাফ আলী,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু ছাদেক, জাপানেতা বিধান সরদার, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, বাকাল নব উদয়ন সংঘের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ফয়সাল। এসময় নব উদয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার ওয়াহাব, উপদেষ্টা মন্ডলীর সদস্য, ও ক্লাবের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট সমাজ সেবক মো. কামরুজ্জামান কামু।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ১১:৩৩
  • ৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন