সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিক পেলেন এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ

আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্দ উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খুলনা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান নির্বাচন আচারণ বিধি সম্পর্কে প্রার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। এবং আচারণ বিধি মেনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারনা চালানোর দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ খুলনা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এর নিকট থেকে তার ঘোড়া প্রতিক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবলীগ নেতা কর্ণেল বাবু, এ্যাড. হুমায়ুন কবির, সাইদুর রহমান অপু, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফ হাসান, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি ইসলাম, সহ সভাপতি বাবু ইসলাম, জাবেদ হাসান জজ যুবলীগ নেতা মির্জা শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিজভী ইমতিয়াজ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রুবেল, কামাল হোসেন, আমিরুল ইসলামসহ শত শত কর্মী ও সমর্থকবৃন্দ। প্রতিক গ্রহণ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ কর্মী-সমর্থকদের নিয়ে সদরের আলিপুর, ঘোনা, ছনকা, শীবপুর, আগরদাড়ি, লাবসা, কদমলা, রতুলপুর সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সকাল ১০:২১
  • ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন