সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় পাকিস্তানের নামও আছে। এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯টি দেশের মধ্যে শীর্ষে ফিলিস্তিন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। তালিকায় বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। ‘২০২৪ রাউন্ড আপ’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়, এ বছর দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ বা সহিংসতা চলা এলাকায়, যেমন- ইরাক, সুদান, মিয়ানমার, ইউক্রেন ও গাজা। সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে ফিলিস্তিনে ১৬ জন, পাকিস্তানে ৭ জন, বাংলাদেশে ৫ জন এবং মেক্সিকোতে ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আরএসএফের ডিরেক্টর জেনারেল তিবো ব্রুটিয়েন বলেন, “এই সাংবাদিকরা মারা যাননি, তাদের হত্যা করা হয়েছে। অনেককে বন্দি বা অপহরণ করা হয়েছে। এসব অপরাধের বেশিরভাগ দায়মুক্তি পেয়েছে সশস্ত্র বাহিনী বা সরকার।” তিনি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিবেদনে বলা হয়, এ বছর গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। দায়িত্ব পালনের সময় বিশ্বে নিহত সাংবাদিকদের ৩০ শতাংশ গাজায়, যাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত। এশিয়ার মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান, যেখানে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর বাংলাদেশের অবস্থান, যেখানে নিহত হয়েছেন ৫ জন। বর্তমানে বিশ্বে ৫৫০ জনেরও বেশি সাংবাদিক কারাবন্দি। সবচেয়ে বেশি কারাবন্দি সাংবাদিক রয়েছে চীন (১২৪ জন), মিয়ানমার (৬১ জন) এবং ইসরায়েলে (৪১ জন)। আরএসএফ জানিয়েছে, তারা সাংবাদিকদের মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে।

সূত্র: ফ্রান্স২৪, আরব নিউজ, আরএসএফ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,রাত ৮:১৭
  • ২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন