স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সাকিব। যে কারণে লঙ্কানদের বিপক্ষে খেলেননি তিনি। ছিলেন বিশ্রামে। ইংল্যান্ডের বিপক্ষেও সাকিবকে রাখা হয়েছে বিশ্রামে। তবে গুঞ্জন ছিল, বিশ্বকাপ শুরুর ম্যাচে তাকে পাওয়া নিয়ে। আপাতত স্বস্তির খবর, শতভাগ ফিট আছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস করতে নেমে বিষয়টি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করলেও গত সোমবার দায়িত্ব ছিলো সহ-অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে। টসের পর নাজমুল বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত।’ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে শুরুতেই লিটন দাস ও নাজমুল হোসেনের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে বাংলাদেশ।
©খুলনার সময় ২০২৩ | এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত