সাতক্ষীরায় এককেজি গাঁজাসহ মাদককারবারি দুই ভাই গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই গাজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলো, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাসের দুই ছেলে অশোক দাস (৫৫) ও ষষ্ঠী দাস (৪৫)। সাতক্ষীরা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল সন্ধ্যায় বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখার অভিযোগে অশোক দাস ও তার ভাই ষষ্ঠী দাস কে গ্রেফতার করা হয়। আসামী অশোক দাস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা কিরে আসছিল। আসামী দ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা রুজু করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,বিকাল ৩:৫৫
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন